
এক নজরে সংগঠন
নরসিংদী ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (নরসিংদী ডিপিওডি) বাংলাদেশের নরসিংদী জেলায় কর্মরত একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি)। নরসিংদী ডিপিওডি ২০০৫ সাল থেকে সমমনা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নরসিংদী জেলায় কাজ করছে।
সংগঠনটি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) -এর পিএসআইড কর্মসূচির আওতায় কাজ শুরু করে। নরসিংদী ডিপিওডি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য, তাদের দ্বারা পরিচালিত নিজস্ব সংগঠন।
এছাড়া প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তি কর্মসূচিসমূহে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় ও ফলপ্রসূ অংশগ্রহণ নিশ্চিতকরণ, সক্ষমতা বৃদ্ধি ও কারিগরী সহায়তা প্রদানের লক্ষ্যে মূলধারার উন্নয়ন সংগঠনসমূহের সাথে অংশীদারিমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সচেষ্ট।
কর্মএলাকা
নরসিংদী ডিপিডি বাংলাদেশের নরসিংদী জেলার সকল উপজেলায় কাজ করছে।